kalerkantho


পুলিশ পরিচয়ে বাস থেকে নামিয়ে নেওয়া হয়

১১ দিনেও খোঁজ মেলেনি লক্ষ্মীপুরের দুই ব্যবসায়ীর

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিচয়ে দুই কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার ১১ দিনেও খোঁজ পায়নি পরিবার। নোয়াখালীর বেগমগঞ্জের ফেনী সড়কের বড়পোল এলাকায় গত ৫ এপ্রিল রাতে তাঁদের বাস থেকে নামিয়ে নেওয়া হয়।  সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় নিখোঁজ ব্যক্তিদের পরিবার। এ সময় তাঁদের সুস্থাবস্থায় ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাওয়া হয়। নিখোঁজ মো. মাসুদ ও সাইফুল ইসলাম চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় ব্যবসা করতেন। মাসুদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব রাজাপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে ও সাইফুল হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, অক্সিজেন এলাকায় মাসুদ ও সাইফুল দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করে আসছেন। ৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম থেকে তাঁরা বাড়ির উদ্দেশে জোনাকী পরিবহনে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে ফেনী সড়কের বড়পোলে সাদা পোশাকে ডিবির পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় ব্যক্তি বাসটি থামায়। তারা মাসুদ ও সাইফুলকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারে একই বাসে থাকা অক্সিজেন এলাকার সুপারি ব্যবসায়ী আবদুল মোতালেবের মাধ্যমে। আলীপুরের মোতালেবও তাঁদের সঙ্গে বাড়িতে আসতে রওনা হন। বিষয়টি র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিতভাবে জানানো হয়।মন্তব্য