kalerkantho


সোনামসজিদ স্থলবন্দর

৫০ লাখ টাকার ১০টি সোনার বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৮ ০০:০০চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে গত বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, বিজিবির একটি দল বুধবার মধ্যরাতে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টসংলগ্ন পানামা গেট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে। এর বাজারমূল্য ৫০ লাখ টাকা। পাচারের জন্য বারগুলো একটি ব্যাগে ভরে ফেলে রেখেছিল চোরাচালানিরা। নির্দিষ্ট দূরত্ব থেকে এর ওপর নজর রাখছিল তারা। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানিরা। সোনা চোরাচালানের নতুন রুট হিসেবে সোনামসজিদ স্থলবন্দরকে চোরাচালানিরা বেছে নিয়েছে বলে জানান তিনি।মন্তব্য