kalerkantho


সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

প্রিয় দেশ ডেস্ক   

২৩ মার্চ, ২০১৮ ০০:০০সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে দুই শিশু এবং হবিগঞ্জে চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : চাঁপাইনবাবগঞ্জ : নিজ বাড়ির সামনের সড়কে খেলছিল দুই বছরের সামিউল হক। হঠাৎ ইটবোঝাই ট্রাক্টর এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইউসুফনগর পুলপাড়া এলাকায়। সামিউল একই এলাকার সানাউল হকের ছেলে।

মাদারীপুর : সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামে ট্রাকচাপায় প্রাণ গেছে শিশু আয়শা মনির (৫)। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমুগরিয়া-শ্রীনদী আঞ্চলিক সড়কে। আয়শা উত্তর দুধখালী গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। কয়েক দিন আগে মায়ের সঙ্গে দক্ষিণ দুধখালীতে নানা বাড়িতে বেড়াতে এসেছিল সে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। সদর থানার ওসি মো. কামরুল হাসান জানান, ট্রাকটি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের জিম্মায় রাখা আছে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে তাদের সহায়তা করা হবে।

হবিগঞ্জ : সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে সজোরো ধাক্কা দেওয়ার ঘটনায় প্রাণ গেছে কাভার্ড ভ্যানের চালক মো. রনি হোসেনের। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 মন্তব্য