kalerkantho

আবেদন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৯ মার্চ, ২০১৮ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে আগামী ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থীর (১) প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, (২) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, (৩) ভর্তি বাতিল করেছে— সেসব প্রার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ে যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে, তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে এসংক্রান্ত সব তথ্য জানা যাবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।মন্তব্য