kalerkantho


সদরপুরে পুড়ল পাঁচ ঘর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৬ মার্চ, ২০১৮ ০০:০০ফরিদপুরে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে আগুনে তিনটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বাবুরচর কাচারিডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন প্রফুল্ল শিকদার, প্রভাষ শিকদার ও কেবল শিকদার।

এলাকাবাসী জানায়, প্রফুল্ল শিকদারের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে অন্নপূর্ণা সিকদার, কেবল শিকদার ও সজীব সিকদার নামের তিনজন আহত হলে তাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আগুনে ওই তিন পরিবারের ঘর ও আসবাবপত্র এবং দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ঘরে রাখা জমানো টাকাও। বর্তমানে ওই তিন পরিবারের প্রায় ২০ জন সদস্য খোলা আকাশের নিচে রয়েছে। ইউএনও পূরবী গোলদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য