kalerkantho


১ম ক লা ম

নদীকৃত্য দিবস

হবিগঞ্জ প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০নদীকৃত্য দিবস

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস সামনে রেখে গতকাল দুপুরে হবিগঞ্জের খোয়াই নদীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা ও খোয়াই রিভার ওয়াটার কিপার। ছবি : কালের কণ্ঠ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস সামনে রেখে গতকাল দুপুরে হবিগঞ্জের খোয়াই নদীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা ও খোয়াই রিভার ওয়াটার কিপার। ছবি : কালের কণ্ঠ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ ১৪ মার্চ। দিবসটি সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের খোয়াই নদীতে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা ও খোয়াই রিভার ওয়াটার কিপার আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে নদীর হাঁটুপানিতে নেমে সবাই মানববন্ধন করে। একপর্যায়ে কেউ কেউ নদীতে সাঁতার কাটে। এর আগে নদীর গল্প শোনান মাঝি আক্তার মিয়া ও নদীপারের কৃষিজীবী বাচ্চু মিয়া। বক্তব্য দেন রোটারিয়ান তবারক আলী লস্কর, সমাজকর্মী চৌধুরী জান্নাত রাখি, শাখের আমিন, উসমান গণি রুমি ও নাহিদা খান শর্মী। বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জের নদীগুলো সুস্থ নেই। প্রকৃত অর্থে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে।মন্তব্য