kalerkantho


ফাল্গুনে কুয়াশা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ফাল্গুনে ঘন কুয়াশা! এ কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা, বিশেষ করে নারী-শিশু ও বৃদ্ধরা। পাঁচ ঘণ্টা পর কুয়াশা কমে গেলে গতকাল রবিবার সকালে আবার ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) এজিএম শাহ খালেদ জানান, গতকাল রবিবার ভোর ৪টার দিকে পদ্মায় ঘন কুয়াশা পড়ে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার কারণে শিমুলিয়া, কাঁঠালবাড়ী ও মাঝিকান্দি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চগুলো মাঝপদ্মায় আটকে পড়ে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। লঞ্চগুলোও গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।মন্তব্য