kalerkantho


রৌমারীতে আ. লীগ নেতাকে মারপিট প্রতিবাদে সমাবেশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে মারপিটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে খঞ্জনমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের। সমাবেশে বক্তব্য দেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাদল, সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু হানিফ, হায়াত আলী, প্রভাষক জালাল উদ্দিন প্রমুখ।

গত বৃহস্পতিবার বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ২০-২৫ জনের একটি দল মারপিট করে। হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের পক্ষের লোক। নির্যাতিত আওয়ামী লীগ নেতা আবু বক্করের দাবি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের নির্দেশে অন্যায়ভাবে তাঁকে মারপিট করা হয়েছে।মন্তব্য