kalerkantho


কটিয়াদীতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নির্বাচনই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। ক্ষমতায় যেতে নির্বাচনে অংশ নিতে হবে। বিদেশ থেকে এসে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। গতকাল বুধবার কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

কিশোরগঞ্জ কটিয়াদীর লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনুদ্দিন, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনকালে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগই অবহেলিত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। তাঁদের দুঃখ-কষ্ট দূর করেছে।মন্তব্য