kalerkantho

মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০চ্যানেল নাইনের দুই সাংবাদিকের বিরুদ্ধে সংসদ সদস্যের স্ত্রীর করা মামলা প্রত্যাহারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এতে অংশ নেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। আশুলিয়া প্রেস ক্লাব এর আয়োজন করে। এর আগেও সাভার-আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচি পালন করেছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক ও তাঁর স্ত্রী, বাদী মিনা মালেকের দৃষ্টি আকর্ষণ করে চ্যানেল নাইনের বার্তাপ্রধান আমিনুর রশীদ ও সাভার প্রতিনিধি অপু খন্দকারের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ রাকিব হাসান জিল্লু, সাংবাদিক অপু ওহাব, জাহিদ হাসান, এ এইচ মিলন, মেহেদী হাসান মিঠু, মো. নাজমুস সাকিব, গোবিন্দ আচার্য, আরিফুর রহমান আরিফসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর সংসদ সদস্য, তাঁর স্ত্রী ও জামাতা শাহীন হোসেনের বিরুদ্ধে অবৈধ জমি দখল নিয়ে চ্যানেল নাইনে সংবাদ প্রচারিত হয়। পরে ২৫ ডিসেম্বর চ্যানেলটির দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন মিনা।মন্তব্য