kalerkantho


১ম কলাম

শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘ শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া স্টেশন কার্যালয়ে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্ট গার্ড বাহিনীর পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী ডা. আফরোজা আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এ সময় সহসভানেত্রী বেগম আফসানা ইমদাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।মন্তব্য