kalerkantho


বরিশালে তিন দিনের ইজতেমা

বরিশাল অফিস   

২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বরিশাল জেলার ইজতেমা। স্থানীয় তাবলিগের সদস্যদের দেওয়া তথ্য মতে, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সদর উপজেলার পেছনে সরদারবাড়ীসংলগ্ন ১৪ একর জমির ওপর ইজতেমার জন্য প্যান্ডেল স্থাপন করা হয়েছে। ইজতেমার মাঠের সার্বিক নিরাপত্তার জন্য মাঠের পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি মাঠজুড়ে তাবলিগ জমাতের প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে। ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চারটি ওয়াচ টাওয়ার ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।মন্তব্য