kalerkantho


সংক্ষেপ

শাহজাদপুরে রেলপথের দাবিতে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়ে নগরবাড়ী পর্যন্ত রেলপথ স্থাপন ও ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে গতকাল রবিবার শাহজাদপুরে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল বিকেলে শাহজাদপুরের মণিরামপুর বাজারে বাসদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন বাসদের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, জেলা সমন্ব্বয়ক নব কুমার কর্মকার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মোক্তার হোসেন, আব্দুল মজিদ, ছানোয়ার হোসেন প্রমুখ।মন্তব্য