kalerkantho


ঈশ্বরগঞ্জে স্বাশিপের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) উপজেলা শাখা। বৈশাখী ভাতা, ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অনার্স-মাস্টার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে স্বাশিপের উপজেলা শাখার সদস্যসচিব প্রাণতোষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন কামাল, যুগ্ম আহ্বায়ক আজাদুল ইসলাম, আব্দুর রহমান মিলন, আজিজুর রহমান স্বপন, নীলকণ্ঠ আইচ মজুমদার, রুহুল আমিন, জামাল উদ্দিন ফকির, আমিনুল হক রিপন, মাসুদ আহমেদ খান প্রমুখ। আলোচনাসভার পর শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।মন্তব্য