kalerkantho


পরীক্ষা নকলমুক্ত করতে ময়মনসিংহে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী আব্দুল কুদ্দুস সরকার।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার উপসচিব সুবোধ চন্দ্র ঢালি, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবু শাহীন কাওসার, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শওকত হোসেন।মন্তব্য