সাভার উপজেলায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শফিউল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন হেলপার বাদশা মিয়া। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার অদূরে। শফিউল নীলফামারীর হাতীবান্ধার পশ্চিমাড়াডুবি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। উন্নত চিকিৎসার জন্য বাদশাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, গাজীপুরের কোনাবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল শাহ সিমেন্টের নির্মাণকাজে ব্যবহৃত রেডি মিক্সের লরিটি। পথে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার অদূরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক শফিউল ও হেলপার বাদশা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য হেলপারকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...