ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ভারতীয় ইনজেকশন জব্দ করেছে স্থল শুল্ক কর্তৃপক্ষ (কাস্টম)। ওই যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। তবে ওই যাত্রীকে আটক করা হয়নি। স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম সূত্র জানায়, ইমরান হোসেন নামের এক যাত্রী বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরছিলেন। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে এসব ইনজেকশন উদ্ধার করা হয়। ওই ইনজেকশনের বিপরীতে তাঁর কাছে কোনো ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছিল না। এভাবে এত বেশি ইনজেকশন আনার কোনো অনুমতিও নেই।
এদিকে বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলা মেরাসানী এলাকা থেকে চার কেজি গাঁজা ও তিন পিস ইয়াবাসহ সেলিম মিয়া ও মনির হোসেন নামের দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেলিম মিয়ার বাড়ি উপজেলার কাশিনগর ও মনির হোসেনের বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...