kalerkantho

উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের উদ্দেশে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, সবাইকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সবার মধ্যে দেশাত্মবোধ থাকতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান আরো বলেন, ‘তোমরা হলে আগামী দিনের দেশ পরিচালনার কারিগর। আগামী দিনে নেতৃত্ব দেবে তোমরা।’ এ সময় স্কুলটির শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন শিক্ষা দেবেন যেন এ প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে ভালোবাসতে পারে, রক্ষা করতে পারে। তাদের মধ্যে যেন দেশপ্রেম জাগ্রত হয়।’ এর আগে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন নৌবাহিনী প্রধান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আরিফ মাহমুদ, এম শরিফুদ্দিন ভূঁইয়া, কমান্ডার আবু বকর প্রমুখ।

মন্তব্য