kalerkantho

সোনারগাঁয় খাল খননের দাবি

আট গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আটটি গ্রামের বাসিন্দারা খাল খননের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার তারা উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করে ইউএনওর কাছে স্মারকলিপি দেয়।

মানববন্ধনে অংশ নেওয়া সনমান্দীর বাসিন্দা হযরত আলী ও আবুল হাসেম জানান, ইউনিয়নের ছনকান্দা, মহেশ্বরদী, দক্ষিণপাড়া, দড়িকান্দি, ফতেহপুর, নোয়াকান্দি, বৈদ্যেরকান্দিসহ আটটি গ্রামের বাসিন্দারা ব্রহ্মপুত্র নদ থেকে ছনকান্দা পর্যন্ত খাল খনন না হওয়ায় কোনো রবিশস্য আবাদ করতে পারছে না। গ্রামের বাসিন্দাদের তিনফসলি ১০০ একর জমির পানি নিষ্কাশিত হতো খালের মাধ্যমে। কিন্তু বর্তমানে সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক ও যুবলীগ নেতা দাবিকারী শাহাদাত হোসেন খাল ভরাট করে দখল নেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে আছে। ফলে কৃষকরা তিন বছর বছর ধরে জমিতে ফসল ফলাতে পারছে না।

মন্তব্য