kalerkantho

সাঁওতালদের সাত দফা দাবি

রংপুর গাইবান্ধায় গণ-অবস্থান

রংপুর অফিস ও গাইবান্ধা প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার, সাঁওতাল-বাঙালিদের বাপ-দাদার সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা ও রংপুরে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে বক্তারা বলেন,  ২০১৬ সালের ৬ নভেম্বর আদিবাসী পল্লীতে মিল কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত হন শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু; আহত হয় অসংখ্য সাঁওতাল। অগ্নিসংযোগ, নির্যাতনের ঘটনাও ঘটানো হয়।

সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলার সভাপতি মনিলাল দাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক সরকার, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিভূতিভূষণ মাহাতো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পরিমল মাহাতো, সভাপতি রাজীব কুমার মাহাতো প্রমুখ।

মন্তব্য