kalerkantho

এবার আন্দোলনে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা

প্রিয় দেশ ডেস্ক   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএবার আন্দোলনে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা

১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি গতকাল রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি শিক্ষকদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠন। গতকাল রবিবার জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচিতে কর্মচারীরাও অংশ নেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ফরিদপুর : জেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. দেলোয়ার হোসেন, নাসিমা আহমেদ প্রমুখ। পরে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

ঝালকাঠি : ঝালকাঠিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে জেলার চার উপজেলার চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামছুল হক, তোফাজ্জাল হোসেন, আবুল বাসার বাদশা ও বেলায়েত হোসেন।

গাইবান্ধা : শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখা শহরের ডিবি রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে বক্তব্য দেন সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. একরামুল হক খান, কে এম নেয়ামুল আহসান পামেল, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মো. শফিউল ইসলাম, মো. রবিউল ইসলাম খোকন, মো. মাহবুব আলম কোট প্রমুখ। শেষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

কুড়িগ্রাম : সদর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে শহরের কলেজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সচিব ও এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ফারুক, সদর উপজেলা সভাপতি ও নিলারাম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম বকসী ঠাণ্ডা, শিক্ষক নেতা ও নেফার দরগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনুর রহমান।

পঞ্চগড় : পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। জেলার প্রতিটি উপজেলায়ও এ কর্মসূচি পালন করা হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতি পঞ্চগড়ের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জহিরুল ইসলামসহ শিক্ষক নেতারা।

পিরোজপুর : পিরোজপুর পৌরসভার সামনে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। মানববন্ধনে বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, অমল চন্দ্র মণ্ডল, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্নাসহ শিক্ষক নেতারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

মাদারীপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি মাদারীপুর জেলা শাখার সদস্যরা। সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির জেলা সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, সংগ্রাম কমিটির সভাপতি হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা : জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে। সংগ্রাম কমিটি জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ মুজিবর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মনিরা পারভীন, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক পবিত্র মোহন দাস, ইদ্রিস আলী, আরশাদ আলী প্রমুখ।

রাজবাড়ী : জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি সাইদা খানম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আব্দুল কাদের ফকির, সানা উল্লাহ, বিনয় কুমার বিশ্বাস, আব্দুল জলিল, আবেদ উদ্দিন, ছবির উদ্দিন, আবুল বাশার, আব্দুল মজিদ, নজরুল ইসলাম প্রমুখ।

হবিগঞ্জ : চুনারুঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সেক্রেটারি আ. সামাদ মাস্টার, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মতিন, পঙ্কজ নাহা, মো. ফরিদ মিয়া, আব্দুল মালেক প্রমুখ।

মন্তব্য