kalerkantho

সিরাজগঞ্জে মদ খেয়ে দুই শ্রমিকের মৃত্যু, অসুস্থ ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বিষাক্ত মদ খেয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরো তিনজন অসুস্থ হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের জামায়াত আলীর ছেলে আলম হোসেন (৩৮) ও শুকুর আলীর ছেলে রমজান আলী (৪৫)। গত শুক্রবার রাতে মদ খাওয়ার পর পরই নিজ বাড়িতে রমজান আলীর (৪৫) মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম হোসেন। অসুস্থ অন্য তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে আলম হোসেনের ভাই আল-আমিন জানান, মৃত দুজন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাক শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতের কোনো এক সময় তাঁরা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

মন্তব্য