kalerkantho

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে সরাইলে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল চৌধুরীকে অপসারণ করার দাবিতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন বাড়িউরা বাজারে মানববন্ধনটি হয়। অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে নাগরিক কমিটির ব্যানারে কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, নাগরিক কমিটির আহ্বায়ক সাদেক হোসেন, নোয়াগাঁও ইউপি সদস্য শিপন মিয়া প্রমুখ। মানববন্ধন চলাকালে মোবাইল ফোনে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী একজন দুর্নীতিবাজ। তিনি জনগণের হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন খাতের সরকারি তহবিলের অর্থ আত্মসাৎ করেছেন।

মন্তব্য