kalerkantho


বাঘাবাড়ীতে ধর্মঘট প্রত্যাহার

উত্তরে সার সরবরাহ স্বাভাবিক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ট্রাকের ভাড়া বাড়ানো ও পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে ডাকা ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বাঘাবাড়ী ঘাটে বৈঠক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশের চাঁদাবাজি বন্ধ ও পরিবহন ভাড়া যুক্তিসংগত হারে বাড়ানোর আশ্বাস দিলে ট্রাক মালিক ও চালকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়। এদিকে আট দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নদীবন্দর ও পাবনার নগরবাড়ী ঘাট থেকে ফের ট্রাকে সার পরিবহন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির বাঘাবাড়ী ঘাট শাখার সভাপতি সাইফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পরিবহন ঠিকাদার প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাঘাবাড়ী ঘাটে বৈঠক শেষে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও পরিবহনের ভাড়া যুক্তিসংগত হারে বাড়ানোর আশ্বাস দিলে ট্রাক মালিক ও চালকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়। গতকাল থেকেই বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাট থেকে ট্রাকযোগে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার সরবরাহ শুরু হয়। আট দিন বন্ধের পর আবারও সার পরিবহন শুরু হওয়ায় বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাট কর্মচঞ্চল হয়ে উঠেছে।

 মন্তব্য