kalerkantho

১ম ক লা ম

কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০সাভার গণবিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউর‌্যান্স সেলের অধীনে ‘আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইকিউএসির সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউর‌্যান্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান। ৫৫ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালার প্রথম দিনে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. শাহ আলম গাজী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেন। দ্বিতীয় দিন রবিবার প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. রাজিবুল ইসলাম।মন্তব্য