kalerkantho


ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

পাবনা প্রতিনিধি   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে গতকাল রবিবার সকালে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের পর দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, সকাল ৭টার দিকে ঈশ্বরদী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় স্টেশনের আপলাইনে পয়েন্ট অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দ ঘাটগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের পর দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।মন্তব্য