kalerkantho

অম্বিকাপুর স্টেশনে ট্রেন থামানোর দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ী-ফরিদপুরের মধ্যে চলাচলকারী ফরিদপুর এক্সপ্রেস ট্রেন অম্বিকাপুর স্টেশনে থামানোর দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল সকালে কয়েক শ এলাকাবাসী লাল পতাকা হাতে অম্বিকাপুর স্টেশন এলাকায় রেলসড়কে  মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সকাল ৯টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ট্রেনটি শহরতলির অম্বিকাপুর স্টেশন পার হওয়ার সময় লাল পতাকা দেখিয়ে এলাকাবাসী ট্রেন থামায়। পরে একই দাবিতে ট্রেনের পরিচালকের (গার্ড) কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্তৃপক্ষের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী ও সাত নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগরসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের রেলস্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ‘স্থানীয়দের দাবি অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।’

মন্তব্য