kalerkantho


টিএমএসএস পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০টিএমএসএস পরিচালনা পর্ষদের নির্বাচন গত রবিবার হোটেল মম ইন নওদাপাড়া বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী টিএমএসএসের বার্ষিক সাধারণ সভার শেষ দিনে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রধান ও টিএমএসএসের আজীবন সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সব সদস্যের সর্বসম্মতিক্রমে আলহাজ মাহমুদা বেগম চেয়ারম্যান, টিএমএসএন নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সদস্যসচিব এবং আয়শা বেগম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া দুজন ভাইস চেয়ারম্যান, একজন সহকারী সদস্যসচিব ও চারজন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই পরিচালনা পর্ষদ আগামী তিন বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে। সব সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

 মন্তব্য