kalerkantho

দুই দিন শ্রমিকদের কর্মবিরতি

আশুলিয়ায় কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেআশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় সদ্য যোগ দেওয়া এক কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ও চাকরিচ্যুত অন্য এক কর্মকর্তাকে ফিরিয়ে আনার দাবিতে দুই দিন কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। এতে মঙ্গলবার কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় অবস্থিত নিট এশিয়া লিমিটেড কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের এ নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা জানায়, গত সপ্তাহে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দিয়েছেন মো. বাশারত হোসেন নামের এক ব্যক্তি। এরপর কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) তারেক হোসেনকে চাকরিচ্যুত করা হয়। গত রবিবার সকালে পিএম তারেক কাজে যোগ দিতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তাঁকে যোগদানে অপারগতা প্রকাশ করে। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা জিএম বাশারতের অপসারণ দাবিতে বিক্ষোভ ও তাঁর অফিস কক্ষ ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বসে দুদিন অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা জিএমকে অপসারণ ও পিএমকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নতুন কোনো সংঘর্ষের আশঙ্কায় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফের বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে ঢাকা শিল্প পুলিশ-১ সাভার-আশুলিয়া জোনের পরিচালক পুলিশ সুপার (এসপি) সানা সামীনুর রহমান শামীম জানান, নিট এশিয়া কারখানার একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। বিষয়টি সমাধানের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। অচলাবস্থা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ কারখানাটি তিন দিন বন্ধ ঘোষণা করেছে।

নারী ছিনতাইকারীচক্রের

সাত সদস্য আটক

সাভারের আশুলিয়া থেকে নারী ছিনতাইকারীচক্রের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ফুলচান বেগম, জুলেখা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা আক্তার, শারমিন আক্তার ও শামসুন্নাহার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানান, মনিকা বেগম নামের এক নারীর গলার চেন ছিনতাইয়ের খবর পেয়ে নবীনগর বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন সাত নারী ছিনতাইকারীকে আটক করা হয়। তবে ছিনতাই হওয়া চেন উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য