kalerkantho

কর্মবিরতি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচার দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে কর্মবিরতি পালন করা হয়েছে। কেরানীগঞ্জ শাখার সভাপতি মো. সাহেব আলীর নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী এই কর্মবিরতিতে অংশ নেয়। সাহেব আলী জানান, টেকনিক্যাল মর্যাদাসহ বেতন স্কেল দিতে হবে। মাঠ ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হারে দিতে হবে। তিনি বলেন, ‘এই চারটি দাবি আদায়ের জন্য আমরা গত ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেছি। মহাপরিচালক আমাদের দাবি না মানায় আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশব্যাপী কর্মবিরতি পালন করছি।’ এ সময় সংগঠনের কেরানীগঞ্জ শাখার সম্পাদক মো. আব্দুস সালাম, শিউলি বেগম, নাহিদা আক্তার, কৃষ্ণারানী দে, রেবা পারভীন, জেসমিন খানম, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য