kalerkantho


গফরগাঁওয়ে ‘ছোট ভাই’ বলায় দুই ছাত্রকে ছুরিকাঘাত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ছোট ভাই’ সম্বোধন করায় উত্তেজিত হয়ে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে অষ্টম শ্রেণির এক ছাত্র। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে।

আহতরা হলো ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও পৌর শহরের জন্মেজয় এলাকার রতন মিয়ার ছেলে রিফাত (১৪) এবং স্থানীয় রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌর শহরের ষোলহাসিয়া এলাকার মুর্শিদ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৩)।

সূত্র জানায়, সকালে ওই বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালে অতিথি ও দর্শক সারির পেছনে ময়মনসিংহ মুুকুল নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র ও ষোলহাসিয়ার এক কিশোরকে (১৩) ‘ছোট ভাই’ সম্বোধন করে রিফাত। এতে ওই কিশোর উত্তেজিত হয়ে রিফাতের বুকে ও জসিমের পায়ে ছুরি মারে। অনুষ্ঠানে আসা লোকজন রিফাত ও জসিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য