kalerkantho


দুটি শিশু পাওয়া গেছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে

চাঁদপুর প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে দুটি শিশু পাওয়া গেছে। শুক্রবার দুুপুরে টার্মিনালে ঘোরাফেরার সময় টহল পুলিশের নজরে এলে শিশু দুটিকে নৌ পুলিশ থানায় নিয়ে যায়। তাদের মধ্যে রিফাত নামের একজনের বয়স আট এবং সিফাত নামের একজনের বয়স ছয়।

প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, শিশু দুটির বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। তারা দুজন সহোদর। বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম লিনা বেগম। এর বেশি আর কোনো তথ্য তারা পুলিশকে জানাতে পারেনি।

চাঁদপুর নৌ পুলিশ থানার ওসি আবুল হাসেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুটি জানিয়েছে, তারা খেলাচ্ছলে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে উঠেছিল। সকালে চাঁদপুর টার্মিনালে নেমে কান্নাকাটি করলে টহল পুলিশের নজরে আসে ওরা। ওসি আরো জানান, নিরাপদ হেফাজতের জন্য শিশু দুটিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফারহানা আমিন বলেন, ‘প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশু দুটি আমাদের হেফাজতেই থাকবে।’

 মন্তব্য