kalerkantho


চাঁদপুরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলামের জেলা শাখা। শুক্রবার বাদ জুমা শহরের বায়তুল আমিন মসজিদের সামনে সমাবেশ শেষে এই বিক্ষোভ দেখানো হয়। এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সেখানে জড়ো হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চিত্রলেখা সিনেমা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ারুল করিম, বোবহান উদ্দিন সিদ্দিক এবং মাওলানা মাহমুদুর রহমান। বক্তারা বিশ্ব মুসলিমের ঐক্য কামনা করেন এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান।

 মন্তব্য