kalerkantho


নান্দাইলে শিক্ষকদের সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ময়মনসিংহের নান্দাইলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার বিকেলে সমাবেশ করেছেন।

নান্দাইল উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করেন তাঁরা। ওই সমাবেশে বক্তব্য দেন সহকারী শিক্ষক জাকির আহমেদ তুহিন, জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের দাবি পূরণ করা হলে ৭৩ হাজার বিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষক উপকৃত হবেন। এ দাবি মেনে নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান। দাবির মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ, নির্ধারিত কোটা বাদ দিয়ে শতভাগ পদোন্নতি ইত্যাদি। এসব দাবি আদায়ের জন্য তাঁরা আগামী ২৩ ডিসেম্বর রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনে অংশ নেবেন।মন্তব্য