kalerkantho


নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা স্বপন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে আত্মসমর্পণের আগে তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো কারণ ছাড়াই আমাকে দুটি মিথ্যা মামলায় জড়িয়েছে পুলিশ। আমি এ ধরনের কাজে জড়িত না, আমি নির্দোষ।

স্বপনের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলায় স্বপন আদালতে আত্মসমর্পণ করেছেন।মন্তব্য