kalerkantho


ঢাকা-টাঙ্গাইল রুটে যানজট, দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগরা বাইপাস থেকে কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘর ও চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী পর্যন্ত গতকাল মঙ্গলবার ভোরে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে ওই রুটে চলাচলরত যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিনের বৃষ্টিতে মহাসড়কের কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, মৌচাক, কোনাবাড়ীসহ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়। অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গার পাশাপাশি গাজীপুর অংশের সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ চলছে। এসব কারণে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পণ্যবাহী ট্রাকের চালক আনিসুর বলেন, সড়কে ঈদের মতো যানজট। এক ঘণ্টার পথ যেতে সময় লাগছে আট ঘণ্টার বেশি।

বাসযাত্রী আরমান কাইয়ুম বলেন, ‘সকালে পরিবার-পরিজন নিয়ে ঢাকার উদ্দেশে কালিয়াকৈর বাজার থেকে বাসে উঠি। কিন্তু সফিপুর পর্যন্ত আসতে দুপুর হয়ে যায়।’

কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, গত দুই দিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তা ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এসব কারণে সড়কে গাড়ি ধীরগতিতে চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।মন্তব্য