kalerkantho


ধর্ষণচেষ্টার অভিযোগ

সুনামগঞ্জে শ্রমিক লীগ নেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি   

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০সুনামগঞ্জ পৌর শহরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার সকালে তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন শিশুটির মা।

আটক মলয় চন্দকে দুপুরে পুলিশ আদালতে পাঠায়। আদালত তাঁকে জেলহাজতে পাঠান।

পুলিশ জানায়, রবিবার রাতে মলয় চন্দ ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। সদর থানার ওসি মো. শহিদুল্লাহ মলয় চন্দকে আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য