নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক এক মাদক কারবারির পেট থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি বের করা হয়েছে। রবিবার সকালে হেলাল মিয়া (২২) নামের ওই মাদক কারবারিকে আটকের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাকে প্রচুর পানি খাওয়ানো হলে বিকেলে পায়খানার সঙ্গে বেরিয়ে আসে ইয়াবা ট্যাবলেটগুলো। ছোট ছোট বিশেষ প্লাস্টিকের প্যাকেটে এসব ইয়াবা রক্ষিত ছিল। হেলাল চট্টগ্রামের সাতকানিয়া থানার ডিরাগিরি এলাকার মৃত আমির হোসেনের ছেলে। ডিবির ওসি মাহবুবুর রহমান জানান, সকালে মিজমিজি পাগলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে পেটের ভেতর ইয়াবা রাখার কথা স্বীকার করে। তাকে প্রচুর পরিমাণ পানি পান করানো হলে বিকেলে পায়খানার সঙ্গে কালো প্লাস্টিকের ২৪টি প্যাকেট বের হয়। এসব প্যাকেটের ভেতরে ছিল এক হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের