kalerkantho


হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০গাজীপুরে গতকাল বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার পার্ট-১-এর হাজতি মো. ইয়াসের আলী সুমনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর গ্রামের ইউসুফ আলীর (মৃত) ছেলে। কারাগারটির জেলার মো. আনোয়ার হোসেন জানান, ইয়াসের আলী গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকার চকবাজার থানায় হওয়া মাদক মামলায় ইয়াসের আলী গ্রেপ্তার হয়েছিলেন। আদালতের মাধ্যমে চলতি বছরের ১ এপ্রিল তাঁকে এ কারাগারে পাঠানো হয়েছিল।মন্তব্য