kalerkantho


সড়কে ঝরল চার প্রাণ

প্রিয় দেশ ডেস্ক   

২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। সাতক্ষীরার তালায় বাসচাপায় প্রাণ গেছে নারী পথচারীর। যশোরে পুলিশের টহল গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে চারজন।

হবিগঞ্জ : মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার পুরাসুন্দা গ্রামের ময়না মিয়া ও আব্দুল মান্নান এবং ভাটি শৈলজুড়া গ্রামের সোহেল মিয়া।

সাতক্ষীরা : বাসের চাপায় পথচারী ফজিলা খাতুন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তালা উপজেলার মাহান্দি গ্রামের অদূরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফজিলা একই গ্রামের আব্দুল গফফার মীরের স্ত্রী।

যশোর : যশোর-মণিরামপুর সড়কে পুলিশের টহল গাড়ি দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার কানাইতলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কনস্টেবল জাহিদ হাসান, সঞ্জয় কুমার, আনসার সদস্য ইলিয়াস ও চালক জাকির হোসেন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মন্তব্য