kalerkantho

কর্মশালা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিভিল সার্জনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহাম্মেদ চৌধূরী, নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার, হামছাদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান, চৌধূরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম নুরুল আমিন শাহজাহান, দরপত মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।মন্তব্য