kalerkantho

১ম ► ক লা ম

বিতর্ক উৎসব

চাঁদপুর প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০‘বিপন্ন মানবতায় আজ, এসো গাই যুক্তির গান’—এই স্লোগানে চাঁদপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি। উৎসবটির আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটি এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম। সংসদীয় ধারার ব্যতিক্রমধর্মী এ বিতর্ক উৎসবে ১২টি দল অংশ নেয়। অনুষ্ঠানে পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, চাঁদপুর সরকারি কলেজেন অধ্যক্ষ অধ্যাপক ড. এস এম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক শাহ আলম, পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিক্ষক নেতা আলমগীর বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক অসিতবরণ দাশ। উপস্থাপনায় ছিলেন চাঁদপুর ডিবেট মুভমেন্টের প্রতিষ্ঠাতা ইবনে আজম সাব্বির। শেষে অতিথিরা বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।মন্তব্য