kalerkantho


মেঘনায় ট্রলারডুবি

ভোলায় দুই দিনেও দুই জেলের সন্ধান মেলেনি

ভোলা প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী এম ভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে গত দুই দিনেও নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি।

বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা নিখোঁজ দুই জেলে মো. মিরাজ ও মো. কামালের সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে একটি ট্রলারে করে মাছ ধরছিল জেলেরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৫ দ্রুতগতিতে চালিয়ে এসে তাদের ট্রলারকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা প্রাণে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কাছাকাছি আরেকটি মাছ ধরার ট্রলার এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় জেলে মো. গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। আহত হয় অন্তত তিন জেলে। এখনো নিখোঁজ রয়েছে দুজন। খবর পেয়ে তজুমদ্দিন কোস্ট গার্ডের ডুবুরিদল ও পুলিশ নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় গিয়াস উদ্দিনের ভাই মো. জসিম বাদী হয়ে এমভি ফারহান-৫ লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা করেছেন।মন্তব্য