kalerkantho


নাটোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা আয়নাল হক। দুর্ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে। হতাহতরা মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রামীণ সড়ক থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উঠছিলেন ইকবাল ও তাঁর বাবা আয়নাল। এ সময় রাজশাহীগামী শিশির পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ইকবালকে মৃত ঘোষণা করেন।

মতবিনিময় সভা

অন্যদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় আন্তর্ধর্মীয় সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সভার আয়োজন করে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টীয় ঐক্য ও আন্তর্ধর্মীয় সংলাপ কমিশন।মন্তব্য