kalerkantho


নবীনগরে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর গ্রামে গতকাল শনিবার সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবদুর রউফ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত রউফ ওই গ্রামের মো. শাহবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নাটঘর গ্রামের উত্তরপাড়ার আবদুল হানিফের সঙ্গে জুনু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার সকালে সালিস বৈঠক ডাকা হয়। সালিসে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।মন্তব্য