kalerkantho


বস্তাবন্দি লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০দক্ষিণ কেরানীগঞ্জের চর কুণ্ডলিয়া এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বস্তাটি ইটের সঙ্গে বাঁধা ছিল। লাশের পরনে ছিল চেকের লুঙ্গি। তিনটি কম্বল দিয়ে পেঁচানো ছিল লাশটি। মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, এর ওপর লাগানো ছিল স্কচটেপ। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। থানাটির এসআই সাক্রাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য