kalerkantho


শিমুলিয়া ঘাটে তীব্র যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে গতকাল শুক্রবার পারাপারের অপেক্ষায় ছিল সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। এ ছাড়া ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের চাপ ছিল প্রচুর। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। তবে দুপুরের পর যানজট কিছুটা হালকা হতে দেখা গেছে।

বিআইডাব্লিউটিসি এ জি এম শাহ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার এ নৌরুটে পরিবহনের চাপ একটু বেশি থাকে। তা ছাড়া পারাপারে ভিআইপিদের প্রাধান্য দিতে হয়। এ ছাড়া ফেরিতে ওঠার রাস্তা যানজটমুক্ত রাখার প্রয়োজন হয়। কিন্তু সকালের দিকে পুরো ঘাট এলাকায় পরিবহনগুলো বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো এলোমেলো অবস্থায় দেখা যায়। এ সময় ফেরিতে ওঠার রাস্তাগুলোতে দুই থেকে তিন লাইন করে ট্রাক ও কাভার্ড ভ্যান রাখা ছিল। ফলে ফেরি লোড-আনলোড করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। আর এ জন্য বিআইডাব্লিউটিসি ঘাটে অবস্থানরত ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাই দায়ী বলে জানান তিনি।

এ ব্যাপারে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট মো. মেহেদি হাসান মজুমদার জানান, সকালে ঘাটে যানবাহনের চাপ থাকলেও দুপুরের পর তা কমতে থাকে।মন্তব্য