kalerkantho

স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০হাইকোর্টের রিট পিটিশনের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে দুটি সংগঠন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ ও ফতুল্লা থানা রিকশাচালক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে একটি স্মারকলিপি পেশ করে। অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। এসব লোকের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে পুলিশ প্রশাসন অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এতে অটোরিকশার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। সম্প্রতি আমরা জানতে পারি পুলিশ প্রশাসন ফের ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। তাই জেলা প্রশাসকের কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি।’ এ সময় ফতুল্লা থানা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির, শাহাদাত হোসেন সেন্টু, রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য