kalerkantho


নরসিংদীতে কলেজছাত্রীকে ধর্ষণ নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

১০ অক্টোবর, ২০১৭ ০০:০০নরসিংদী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে শহরের রাঙামাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলো শহরের উত্তর সাটিরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে হূদয় (২২), রাঙামাটি এলাকার আবদুল হান্নানের ছেলে শুভ (২০) এবং একই এলাকার রাজু মিয়ার মেয়ে পুতুল (১৮)।

নির্যাতিত ছাত্রী সাংবাদিকদের জানায়, শহরের ব্রাহ্মন্দী এলাকার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে রাঙামাটি এলাকায় পূর্বপরিচিত পুতুল কলেজছাত্রীকে রিকশা থেকে ডেকে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে আগে থেকে ওত পেতে ছিল স্থানীয় সন্ত্রাসী আল-আমিন ও হূদয়। ওই সময় হূদয় মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আল-আমিন জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় বাড়ির বাইরে ছিল শুভ।

নির্যাতিত মেয়েটি বিকেলে স্বজনদের নিয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। এরই ভিত্তিতে পুলিশ রাঙামাটি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হূদয়, শুভ ও পুতুলকে আটক করে।

নির্যাতিত ছাত্রী ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আল-আমিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় নির্যাতিত মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।মন্তব্য