kalerkantho


মুন্সীগঞ্জে অ্যাটর্নি জেনারেল

অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০



অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত। এতে মানুষের দুঃখ-কষ্ট কমে। সমাজে ভারসাম্যতা আসে। অসহায় মানুষের পাশে যিনি দাঁড়ান তাঁর মধ্যেও প্রশান্তি আসে। আবার যেসব অসহায় মানুষ সেবা পেল, তাদের মধ্যেও শান্তি বিরাজ করে। এতে উভয়ই উপকৃত হয়।’

গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিত্সা ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সরকারের মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ারও প্রশংসা করেন। আলোচনা করেন তাঁর স্ত্রী বিনতা মাহবুব।

চিকিত্সা ক্যাম্পটির আয়োজক ঢাকার মেডিলাইভ স্পেশিয়ালাইজড হাসপাতালের পরিচালক ও বালিগাঁওয়ের কৃতি সন্তান ডা. মোরশেদা পারভীনের সভাপতিত্বে আলোচনা আরো অংশ নেন কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোতালেব শেখ, কনসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোলাম কবির ও মুক্তিযোদ্ধা রোস্তম আলী। উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী শেখ প্রমুখ।



মন্তব্য